Wednesday, March 13, 2019
Home > বিনোদন > ২০ বছরের কম বয়সীকে বিয়ে করলেন ‘ম্যাডাম ফুলি’

২০ বছরের কম বয়সীকে বিয়ে করলেন ‘ম্যাডাম ফুলি’

দীর্ঘদিন আলোচনায় নেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী সিমলা। তবে হঠাৎ করেই ব্যাচেলর জীবনের ইতি টেনে বিবাহিত জীবনের ইনিংস শুরু করে আলোচনায় ফিরেছেন তিনি।

সিমলার ঘনিষ্ঠজনের বরাত দিয়ে গণমাধ্যমের খবর- দীর্ঘ ব্যাচেলর জীবনের ইতি টেনে গত বছরের অক্টোবরের মাঝামাঝি সময়ে তিনি বিয়ের পিঁড়িতে বসেছেন।

সিমলার স্বামীর নাম মাহি বি জাহান। তার বয়স সিমলার চেয়ে প্রায় ২০ বছর কম। লন্ডন প্রবাসী সিমলার স্বামী পেশায় ব্যবসায়ী।

সিমলার ঘনিষ্ঠজনরা গণমাধ্যমকে জানান, বিয়েতে দুই পরিবারের ঘনিষ্ঠজন ও বন্ধুরা উপস্থিত ছিলেন। সিমলার স্বামীর বাড়ি নারায়ণগঞ্জে।

এ বিষয়ে অবশ্য গণমাধ্যমের কাছে মুখ খোলেননি সিমলা।

১৯৯৯ সালে শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় ‘ম্যাডাম ফুলি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে যাত্রা শুরু করেন সিমলা। প্রথম ছবির এই সাফল্যে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

%d bloggers like this: