Monday, December 10, 2018
Home > আন্তর্জাতিক > সড়ক দুর্ঘটনায় আমিরাতে এক বাংলাদেশির মৃত্যু

সড়ক দুর্ঘটনায় আমিরাতে এক বাংলাদেশির মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী পেয়ার আহম্মদ নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে আল-রামস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় পেয়ার আহম্মদ ঘটনাস্থলে প্রাণ হারান। এতে মোটরসাইকেলের অপর আরোহী আহত হন। তাকে স্থানীয় শেখ সাকর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ তথ্য নিশ্চিত করেন, রাস আল-খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ মুছা।

পেয়ার আহম্মদের মরদেহ বর্তমানে স্থানীয় আল সাইফ মেডিকেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তিনি নোয়াখালীর সেনবাগ থানার এনায়েতপুর গ্রামের মুহাম্মদ আবদুল জলিলের ছেলে।

%d bloggers like this: