Wednesday, March 13, 2019
Home > স্বাস্থ্য > বিএসএমএমইউতে দেয়াল ধসে একজনের মৃত্যু

বিএসএমএমইউতে দেয়াল ধসে একজনের মৃত্যু

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দেয়াল ধসে আহতদের একজন মারা গেছেন। নিহতের নাম পারভিন আক্তার। তিনি বিএসএমএমইউ’র একজন নার্স বলে জানা গেছে। যদিও মৃত্যুর ব্যাপারটি নিশ্চিত করলেও নিহত পারভিন নার্স কি না এ ব্যাপারে নিশ্চিত না কর্তৃপক্ষ।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএসএমএমইউ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ হারুণ। তিনি জানান, আহতদের একজন মারা গেছেন। তবে তিনি সেবিকা কি না এটা আমি নিশ্চিত না।

উল্লেখ্য, বুধবার বিকেল ৫টা ২০ মিনিটে বিএসএমএমইউ’র সাকুরার সামনের প্রায় ১০০ ফুট বাউন্ডারি হঠাৎ ধসে পড়ে। এ ঘটনায় পারভিন আক্তারসহ তিনজন আহত হন।

আহত অন্যরা হচ্ছেন সিআইডি (অপরাধ তদন্ত বিভাগ) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহিদুল ইসলাম ও আনসার সদস্য ওমর ফারুক। গুরুতর আহত পারভিন আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অন্যদের অবস্থাও গুরুতর।

%d bloggers like this: