টেক-নিউজ : এই বছরের শুরুতে যে ছবি দেখা গিয়েছিল সেই ছবির সাথে হুবহু মিলে যাচ্ছে নতুন বিএমডাব্লিউ এস ১০০০ আরআর বাইকগুলি।
আগামী মিলান অটো শো তে দেখা যাবে নতুন বিএমডাব্লিউ এস ১০০০ আরআর। তার আগে স্পেনে টেস্টিং এ দেখা গেল এই বাইক। একাধিক আলাদা রঙে এই দেখা গিয়েছে এই বাইক।
ইতিমধ্যেই বাজারে থাকা মডেলের থেকে অনেকটাই আলাদা দেখতে নতুন এই মডেল। নতুন বাইকে নতুন ইঞ্জিন চ্যাসিস ও সাসপেনশান ব্যবহার করা হবে বলে আশা করা হচ্ছে। নতুন এই ইঞ্জিনে ২১০ বিএইচপি এর বেশি শক্তি পাওয়া যাবে।
নতুন ইঞ্জিনের সাথেই বিএমডাব্লিউ এস ১০০০ আরআর- তে যোগ হবে নতুন ফ্রেম। এর ফলেই এই বাইক দেখে আগের থেকে বেশি কম্প্যাক্ট মনে হচ্ছে। আশা করা হচ্ছে এই বাইকে আপডেটেড ইলেকট্রনিক্স ও সাসপেনশান থাকবে। নভেম্বর মাসে মিলান অটো শো তে বিএমডাব্লিউ এস ১০০০ আরআর লঞ্চ হলে বাইকের সব খবর বিস্তারে জানা যাবে।
সূত্র : এনডিটিভি।