সিপিএ মার্কেটিংয়ের উপযুক্ত কনটেন্ট যেভাবে পাবেন

টেক-নিউজ : সিপিএ মার্কেটিংয়ের মাধ্যমে ঘরে বসে অনেক টাকা আয় করা যায়। কিন্তু তার জন্য সিপিএ মার্কেটিং ভালোভাবে জানতে হবে।

সিপিএ মার্কেটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো নিস অর্থাৎ উপযুক্ত কনটেন্ট খুঁজে বের করা। আপনার কনটেন্ট যত মৌলিক এবং অভিনব হবে, আপনার আয় তত বেশি হবে। আবার সিপিএ মার্কেটিং করার জন্য একটি মার্কেটপ্লেস দরকার। তাই প্রয়োজন একটি ওয়েবসাইটের।

আজকের নিবন্ধে সিপিএ মার্কেটিংয়ের জন্য নিস কনটেন্ট খুঁজে বের করা এবং ওয়েবসাইট তৈরীর কলাকৌশল নিয়ে আলোচনা করব।

লাভজনক নিস কনটেন্ট খুঁজে বের করা
শুরুতে বেশিরভাগ মানুষ এভারগ্রিন অর্থাৎ চিরসবুজ কনটেন্ট নির্বাচন করেন। কেননা এ জাতীয় কন্টেন্টের বাজার কখনোই হারাবে না এবং সব সময় সমান লাভবান হওয়া যাবে। চিরসবুজ কনটেন্ট বলতে সাধারণত স্বাস্থ্য পরামর্শ, বিনিয়োগ কৌশল, বিপণন কৌশল, সম্পর্ক পরামর্শ এবং রূপচর্চার মত কনটেন্টগুলোকে বোঝানো হয়। যদিও এ জাতীয় কনটেন্ট নিয়ে যারা কাজ করেন, তাদের প্রত্যেকের কাজে বৈচিত্র্য আছে। তবে এভারগ্রিন কনটেন্ট ছাড়াও লাভবান হওয়ার মতো অনেক কনটেন্ট আছে। আমাদের সেগুলোও খুঁজে বের করতে হবে।

আলোচিত কনটেন্ট
আপনি যদি সত্যিই দ্রুত অর্থ উপার্জন করতে চান, তবে অবশ্যই আপনাকে ট্রেন্ডিং টপিক তথা সাম্প্রতিক সময়ে আলোচিত বিষয় নিয়ে কাজ করতে হবে। নির্দিষ্ট সময়ের জন্য এ জাতীয় কনটেন্ট তুমুল জনপ্রিয়তা পায়। যেমন, সাম্প্রতিক খবর বা কোন আলোচিত ঘটনা।

দৈনিক পত্রিকা চমৎকার সব ট্রেন্ডিং নিস কনটেন্টের উৎস হতে পারে। আপনাকে সব সময় সাম্প্রতিক ঘটনাগুলোর দিকে নজর রাখতে হবে। যখনই কোনো বিষয়ে ব্রেকিং নিউজ আসবে, তখনই এই সম্পর্কিত বিষয় নিয়ে কোনো কনটেন্ট তৈরি করতে হবে। তা হতে পারে ছোট একটি ইবুক, জরিপ, পরামর্শ অথবা আপনার পছন্দনীয় কিছু। এমনকি সাম্প্রতিক বিষয়ের উপর বিশ্লেষণ, মতামত এবং শিল্পকর্মও সর্বোচ্চ জনপ্রিয়তা পেয়ে থাকে।

আপনি যদি বিশ্বব্যাপী সবচেয়ে চর্চিত এবং আলোচিত বিষয়গুলো খুঁজে পেতে চান, তবে গুগল ট্রেন্ডস ব্যবহার করতে পারেন। গুগল ট্রেন্ডস খুব সহজেই আপনার সামনে আলোচিত বিষয়গুলো হাইলাইট করবে এবং বিভিন্ন সময়ের ইন্টারনেট ট্রেন্ডের পরিসংখ্যান দিবে। যা থেকে খুব সহজেই আপনি নিজের জন্য ট্রেন্ডিং নিস খুঁজে পাবেন।

নিস কনটেন্ট নিয়ে গবেষণা করবেন যেভাবে
কোনো বিষয়ের যদি গ্রহণযোগ্যতা বা আবেদন না থাকে তবে তা কোনোভাবেই নিস কনটেন্ট হয়ে ওঠে না। সুতরাং আপনাকে সবসময়ই সে ধরনের বিষয় নিয়ে কাজ করতে হবে।

আপনার পছন্দের বিষয়টি বাজার চাহিদা কেমন, তা নির্ণয় করতে গুগল এডওয়ার্ড ও কিওয়ার্ড প্ল্যানারের মত টুলস ব্যবহার করতে পারেন। এ জাতীয় টুলসগুলো আপনাকে সম্পর্কিত আরও অনেক ট্যাগ খুঁজে পেতে সহযোগিতা করবে। কতজন মানুষ কোথা থেকে এই ট্যাগ এবং শিরোনাম লিখে সার্চ করেছে তার পরিসংখ্যানও দেখতে পারবেন।

গুগল এডওয়ার্ড, কিওয়ার্ড প্ল্যানার এবং এই জাতীয় টুলসগুলো কীভাবে ব্যবহার করবেন, তার নির্দেশিকা ইন্টারনেটে সার্চ করলেই পেয়ে যাবেন।

আকর্ষণীয় কনটেন্ট খুঁজে পাওয়ার নিয়ম
আকর্ষণীয় কনটেন্ট খুঁজে পেতে বিভিন্ন কৌশল প্রয়োগ করতে হয়। ধরা যাক, আপনি একটি বিনোদন সাইট শুরু করবেন। সেক্ষেত্রে শুরুতেই আপনাকে বিশ্বখ্যাত কয়েকটি বিনোদন সংবাদপত্র এবং টেলিভিশন খুঁজে বের করতে হবে। এছাড়া সাম্প্রতিক সময়ে আলোচিত বিভিন্ন সেলিব্রেটিদের নিয়ে গবেষণাও করতে হবে। তারপর সেলিব্রেটিদের বিভিন্ন খবর এবং আপনার গবেষণা একত্রিত করে অভিনব সব কনটেন্ট তৈরি করতে হবে। ট্যাগ লেখার সময় লক্ষ রাখতে হবে, এসকল সেলিব্রেটি এবং সংবাদ মানুষ কোন দৃষ্টিকোণ থেকে সার্চ করে।

ওয়েবসাইট শুরু করার সহজ উপায়
ভালো চাহিদাসম্পন্ন এবং দ্রুত সার্চ লিস্টে আসার মত নিস কনটেন্ট খুঁজে বের করার পর প্রয়োজন হবে একটি ওয়েবসাইটের। ওয়েবসাইটের কথা শুনে অনেক সাধারণ ব্যবহারকারী বিচলিত হয়ে পড়েন। আপনার দুশ্চিন্তা দূর করার জন্য বলতে চাই, সিপিএ মার্কেটিংয়ের জন্য ওয়েবসাইট তৈরি এবং পরিচালনা করতে হলে আপনাকে প্রোগ্রামিং বা কোডিং শিখতে হবে না।

সামান্য ওয়েব ডিজাইনের জ্ঞান এবং দুই একদিনের প্রশিক্ষণ বা অভিজ্ঞতা দিয়ে খুব সহজেই আপনি একটি ওয়েবসাইট সাজাতে এবং পরিচালনা করতে পারবেন। বিশেষ করে ওয়ার্ডপ্রেস ব্যবহার করলে আপনার ওয়েবসাইট পরিচালনা সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট চালানোর মতো সহজ হয়ে যাবে। তবে পরবর্তীতে আপনি চাইলে এইচটিএমএল এবং সিএসএস শিখে নিতে পারবেন।

পূর্বের খবরসিপিএ মার্কেটিং কি? যেভাবে করবেন
পরবর্তি খবরনিজেই ঠিক করুন মোবাইলের হেডফোন জ্যাক