সাইবার সিকিউরিটি ফার্ম কিনছে ফেসবুক

টেক-নিউজ : নামি-দামী একটি সাইবার সিকিউরিটি কোম্পানি কিনতে চাচ্ছে ফেসবুক। এ পর্যন্ত কয়েকটি কোম্পানিকে কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্টটি।

ফেসবুকের এই প্রস্তাব সম্পর্কে অবহিত চার ব্যক্তি এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছেন, এ বছরের মধ্যেই একটি সাইবার সিকিউরিটি ফার্ম কিনে নেবে ফেসবুক। তবে এ বিষয়ে ফেসবুক আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

কয়েকটি রিপোর্ট থেকে জানা গেছে, জাকারবার্গ আসলে এমন একটি সফটওয়্যার হাতে পেতে চান যা দিয়ে হ্যাকিংয়ের প্রচেষ্টা ঠেকানো যাবে। নিরাপত্তা জোরদার করতে ও কোডিং ত্রুটি কমিয়ে আনতেই সাইবার সিকিউরিটি কোম্পানি কেনায় আগ্রহী হয়েছে ফেসবুক। ক্যামব্রিজ অ্যানালিটিকা স্ক্যান্ডেল ও সর্বশেষ ৩ কোটি ব্যবহারকারীর অ্যাকাউন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় সাইবার সিকিউরিটির ফার্ম কেনার সিদ্ধান্ত ফেসবুকের জন্য ইতিবাচক হতে পারে।

পূর্বের খবরটেলিকম ওয়েবসাইট চালু
পরবর্তি খবরএবার বেঁধে দেওয়া হচ্ছে মোবাইল ইন্টারনেটের দাম