টেক-নিউজ : আগামী সপ্তাহে চীনের অ্যাপল খ্যাত শাওমি উন্মোচন করবে মিক্স সিরিজের নতুন ফোন।
উন্মোচনের পাঁচ দিন আগে এই ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশান ইন্টারনেটে প্রকাশ করল শাওমি।
নতুন এক টিজারে শাওমি জানিয়েছে, নতুন এমআই মিক্স ৩ ফোনে থাকবে ডুয়াল ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সাথে থাকবে সেলফি লাইট। এছাড়াও এই টিজারে ফোনের নচ বিহীন ফুল স্ক্রিন ডিসপ্লে দেখা গিয়েছে।
চিনে এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে এই টিজার পোস্ট করেছে শাওমির। এছাড়াও কোম্পানি জানিয়েছে ‘এমআই মিক্স ৩’ নামে ডিভাইসটিতে থাকবে ১০ গিগাবাইট র্যাম ও ফাইভজি সুবিধা।
শাওমির এমআই মিক্স ৩ তে থাকবে স্লাইডার ক্যামেরা ডিজাইন। এর আগে অপো ফাইন্ড এক্স ফোনে একই ধরনের ডিজাইন দেখা গিয়েছিল।
সিরামিক ইউনিবডির ডিভাইসটিতে থাকতে পারে ৪ হাজার এমএএইচ ব্যাটারি এবং সঙ্গে থাকবে তারহীন চার্জিং। পেছনে থাকতে পারে ট্রিপল ক্যামেরা। ৬ বা ৮ গিগাবাইট র্যাম এবং স্টোরেজের সঙ্গে থাকতে পারে ৬৪ থেকে ২৫৬ গিগাবাইট পর্যন্ত রম।