বিষয়ঃ অপরাধের দায় স্বীকার করে ফেসবুকে প্রচারিত জনৈক হাসিমের প্রদেয় স্বীকারোক্তিমূলক বক্তব্যের বিষয়ে প্রতিবেদন প্রসঙ্গে।
অদ্য ২৮/০৯/২০২২ খ্রি. Md Abdullah Md Abdullah নামক ফেসবুক আইডি ও T Voice tv নামক ফেসবুক পেজ থেকে জনৈক হাসিম নামে এক রোহিঙ্গা যুবকের রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত কয়েকটি হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে মর্মে একটি স্বীকারোক্তিমূলক বক্তব্য প্রচার করা হয়। প্রদেয় বক্তব্যে হাসিমের দেওয়া তথ্যসমূহ যাচাই-বাছাই করা হচ্ছে। উক্ত হাসিমকে গ্রেফতারের চেষ্টা চলছে। গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান সনাক্তপূর্বক আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।
ইতোমধ্যে রোহিঙ্গা ক্যাম্প-১৮ তে অবস্থিত হাসিমের ঠিকানায় তার নিকট আত্মীয়দের সাথে কথা বলে তার নাম ঠিকানা সঠিক পাওয়া গেছে। তার নিকট আত্মীয়ের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী, হাসিম গত কয়েক মাস থেকে তার নিজস্ব শেল্টারের বাইরে অবস্থান করছে।
বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত অপরাধ গোয়েন্দা তথ্য যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে জানা যায়, হাসিমের প্রদেয় বক্তব্য সঠিক নয়। প্রকৃত অপরাধীদের আড়াল করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে বা কারো প্ররোচনায় হাসিম এ ধরনের অপপ্রচার চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তথাপি হাসিমের প্রদেয় বক্তব্যকে গুরুত্ব সহকারে গ্রহণ করে তার প্রদেয় বক্তব্য যাচাই-বাছাই করতঃ তাকে আইনের আওতায় এনে প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা অব্যাহত আছে।
উল্লেখ্য যে, সকল দুষ্কৃতিকারীদের গ্রেফতারের লক্ষ্যে এপিবিএন পুলিশ সদা তৎপর রয়েছে। বর্তমানে ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।
মোঃ ফারুক আহমেদ
সহকারী পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া)
৮ এপিবিএন, উখিয়া, কক্সবাজার