হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় শরীয়তপুরে ছেলেকে ত্যাজ্য করেছেন এক বাবা। জানা গেছে, সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের সিংগারিয়া গ্রামের সেলিম মুন্সী সম্প্রতি তার জার্মান প্রবাসী ছেলে রাজীব মুন্সীকে (৩০) ত্যাজ্য করেন। আজ শুক্রবার সকালে সেলিমের বড় ছেলে ফিরোজ মুন্সী এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে ধর্মীয় সম্প্রীতিতে আঘাত করার অভিযোগে পুলিশ বাদী হয়ে পালং থানায় রাজীবের বিরুদ্ধে মামলা দায়ের করেন।পলিশ ও রাজীবের পারিবারিক সূত্রে জানা গেছে, সেলিম মুন্সীর দুই ছেলে, তিন মেয়ে। এর মধ্যে রাজীব সরকারি তিতুমীর কলেজের ছাত্র ছিলেন। কয়েক বছর ধরে ইসলামবিরোধী মনোভাব প্রকাশ পাচ্ছিল তার। এ নিয়ে পরিবারের সদস্যরা বিভিন্নভাবে তাকে বোঝানোর চেষ্টা করে। তবে কোনো লাভ হয়নি। এ বছর রাজীব জার্মানিতে যান। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দেন।
গত বুধবার ফেসবুকে আল্লাহ ও মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তি করে ৪ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডি প্রকাশ করেন রাজীব। পরদিন সকালে সেলিম মুন্সী তার ছোট ছেলেকে ত্যাজ্য ঘোষণা করেন। পরে তিনি বিষয়টি পুলিশকে জানালে তারা বিষয়টি যাচাই করে রাতেই রাজীবকে আসামি করে মামলা করেন। মামলার বাদী পালং মডেল থানার উপ-পরিদর্শক মাহমুদ রনি।
এ বিষয়ে রাজীবের বাবা সেলিম মুন্সী বলেন, ‘গত পরশু আল্লাহ এবং তার রাসুল (সা.)-কে নিয়ে ভিডিওতে বাজে কথা বলেছে রাজীব। এ ঘটনায় আমি ব্যথিত হয়েছি। আমার হৃদয় কেঁদেছে। এখন সে আমার সন্তান নয়। তাকে আমি ত্যাজ্য করেছি। আল্লাহ ওকে হেদায়েত করুক বা ধ্বংস করে দিন।’
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, ‘রাজীব ফেসবুকে আল্লাহ ও তার রাসুল (সা.)-কে নিয়ে কুরুচিপূর্ণ একটি ভিডিও প্রকাশ করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এখন সে দেশের বাইরে রয়েছে। ফলে কীভাবে তাকে আইনের আওতায় আনা যায় সে বিষয়ে গুরুত্ব দিচ্ছি।’
তবে এ বিষয়ে অভিযুক্ত রাজীবের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।