বাজারে আসছে নতুন ডিটারজেন্ট ‘রাইমা সুপার’

জুলাই মাসে বাংলাদেশের বাজারে আসছে নতুন ডিটারজেন্ট। ‘রাইমা সুপার ডিটারজেন্ট’ নামে নতুন এই পণ্য নিয়ে কনজ্যুমার সামগ্রী নির্মাণের জগতে আত্মপ্রকাশ ঘটবে “লিবার্টি কনজ্যুমার প্রডাক্টস লিমিটেডে”এর ।
গতকাল শনিবার (৩০ জুন ) রাজধানীর লিবার্টি কনজ্যুমারের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ‘রাইমা সুপার ডিটারজেন্ট’ এর মোড়ক ও লোগো উন্মোচন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নুরুল হাসান মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন লিবার্টি কনজ্যুমার প্রডাক্টস লিমিটেডের ডিরেক্টর এডমিন এন্ড অপারেশান রফিকুল ইসলাম লিটন, ডিরেক্টর একাউন্টস এন্ড ফিন্যান্স হাসিবুল হাসান এবং হেড অব বিজনেস শফিকুল হায়দার।

অনুষ্ঠানে আন্তর্জাতিক ও দেশের বিভিন্ন বেসরকারী সংস্থার উচ্চ পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
লিবার্টি কনজ্যুমার ২০০ গ্রাম, ৫০০ গ্রাম, ১ কেজি এবং ২ কেজির প্যাকেটে পাউডার ও তরল উভয় প্রকার ডিটারজেন্ট প্রস্তুত করে বাজারজাত করছে। এছাড়া হ্যান্ডওয়াশ, ডিশওয়াশ, টয়লেট ক্লিনার, ফ্লোর ক্লিনার, ব্লিচিং পাউডার, টিস্যু পেপার, চিনিগুড়া চাউল, চা-পাতা,আটা, সয়াবিন তেল, সরিষার তেল ও মশার কয়েল সহ ২০ ক্যাটাগরির পণ্য বাজারজাত করা হবে।

‘উই কেয়ার ইওর ট্রাস্ট’ স্লোগান নিয়ে লিবার্টি কনজ্যুমার লিমিটেড গণমানুষের আস্থাকে সঙ্গী করে দেশের সামাজিক সাম্য, স্বাস্থ্য ও সবুজ বাংলাদেশ গড়ার ভূমিকা রাখবে বলে লোগো ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

পূর্বের খবরআমরা মুক্তিযোদ্ধার সন্তান’র গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত