টেক-নিউজ : অগাস্ট মাসে বাজার গরম করে উন্মোচন হয়েছিল শাওমির নতুন বাজেট ফ্ল্যাগগিপ পোকোফোন এফ১। তিনটি আলাদা ভেরিয়েন্টে পোকোফোন এফ ১ পাওয়া যাচ্ছে।
ফোন লঞ্চের সময় কোম্পানি জানিয়েছিল প্লে স্টোর থেকে এই লঞ্চার ডাউনলোড করা যাবে। সেই কথা মতোই এবার গুগল প্লে স্টোর এ দেখা গেল পোকো লঞ্চার। যদিও এর আগে বিটা ভার্সানে দেখ গিয়েছিল পোকো লঞ্চার।
অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ বা তার বেশি ভার্সানের গ্রাহকরা প্লে স্টোর থেকে পোকো লঞ্চার ভার্সন ২.৬.০৬ ডাউনলোড করতে পারবেন।
এই লঞ্চারের সাইজ ১৬ এমবি। পোকো লঞ্চার এর মাধ্যমে এমআইইউআই গ্রাহকরা একাধিক স্টক অ্যান্ড্রয়েড এর ফিচার ব্যবহার করতে পারবেন।
গুগল প্লে স্টোর লিস্টিং এ পোকো লঞ্চার কে একটি সম্পূর্ণ কাস্টম লঞ্চারের সমান হবে বলে জানিয়েছে শাওমি।