ডেস্কটপ ব্রাউজারে মিনি প্লেয়ার আনল ইউটিউব

টেক-নিউজ : ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব ডেস্কটপ ব্রাউজারে মিনি প্লেয়ার ফিচার চালু করেছে।

ইউটিউবে একটি ভিডিও দেখার সময়ে গ্রাহক আরেকটি ভিডিও ব্রাউজের সুযোগ পাবেন। এক্ষেত্রে আগের ভিডিওটি স্ক্রিনের কোনায় ছোট একটি উইন্ডোতে চলতে থাকবে। খবর ম্যাশেবল ও দ্য ভার্জ।

এর আগে ইউটিউব প্লাটফর্মের ডেস্কটপ সংস্করণে একটা সমস্যা ছিল— কোনো একটি ভিডিও দেখার সময়ে আরেকটি ভিডিও চালু করলে আগের ভিডিওটি বন্ধ হয়ে যেত। ফলে গ্রাহকদের মধ্যে একধরনের অসন্তুষ্টি ছিল। তবে ইউটিউবের মোবাইল অ্যাপ ব্যবহারকারীরা মিনি প্লেয়ার ফিচারটির সঙ্গে পরিচিত রয়েছেন। বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেসবুকেও একই ধরনের ফিচার চালু রয়েছে।

ডেস্কটপ ব্রাউজের এই ফিচারটির সুবিধা নিতে গ্রাহক ভিডিওর নিচের দিকে মাউস রাখলে তাকে অপশন দেখানো হবে। এখান থেকে ডান দিকের আইকনটি ক্লিক করলে ডেস্কটপে ইউটিউব মিনি প্লেয়ার চালু হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত মার্চ থেকে ডেস্কটপ ব্রাউজারে মিনি প্লেয়ার ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু রেখে ।

পূর্বের খবরস্মার্ট চিপসেট আনল স্যামসাং
পরবর্তি খবরসেরা ১০০ স্টার্টআপে মাইঅর্গানিক