ডিসপ্লেতে স্পিকার ও ক্যামেরা আনছে স্যামসাং

টেক-নিউজ : দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং গ্যালাক্সি এস সিরিজের ডিভাইস উন্মোচনের দশকপূর্তি উদযাপন করবে আগামী বছর। এ উপলক্ষে প্রতিষ্ঠানটি যে ডিভাইসটি উন্মোচন করবে, সেটি হলো গ্যালাক্সি এস১০। ডিসপ্লে’র নিচে একটি ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বা আইরিশ স্ক্যানার বসাবে স্যামসাং বলে উল্লেখ করা হয় প্রযুক্তি সাইট গিজমোডো’র প্রতিবেদনে।

শুক্রবার মোবাইল ফোনবিষয়ক পরামর্শক আইস ইউনিভার্স-এর টুইটে বলা হয়, স্যামসাং বৃহস্পতিবার ২০১৮ ওলেড ফোরামে চারটি নতুন উদ্ভাবন উপস্থাপন করেছে। এগুলো হচ্ছে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্ক্রিনেই বানানো একটি স্পিকার, স্ক্রিন থেকেই ভাইব্রেশন আসার প্রযুক্তি আর একটি আন্ডার-প্যানেল সেন্সর।

গ্যাজেটস থ্রিসিক্সটির তথ্যমতে, কনজিউমার ইলেকট্রনিকস শোর (সিইএস-২০১৯) আগে কোনো এক সময় গ্যালাক্সি এস১০ স্মার্টফোন উন্মোচন করতে পারে স্যামসাং। এছাড়া ট্রিপল ক্যামেরার এ হ্যান্ডসেটে ইন-ডিসপ্লে স্পিকার ব্যবহার করা হতে পারে।

এ নিয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও স্যামসাংয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেওয়া হয়নি বলে সিনেটের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র : টেকজুম ডটটিভি

পূর্বের খবরআসছে নকিয়া ৮.১
পরবর্তি খবরলেনোভোর নতুন ল্যাপটপ আইডিয়াপ্যাড ৩৩০