ট্রিপল রিয়ার ক্যামেরাসহ আসছে হনর ম্যাজিক ২

টেক-নিউজ : হুয়াওয়ে গ্রুপের অনলাইন ব্র্যান্ড হনর নতুন এক স্মার্টফোন বাজারে আনতে চলেছে। ফোনটির মডেল হনর ম্যাজিক ২ ।

আগামী ৩১ অক্টোবর চিনে উন্মোচন হবে হনর ম্যাজিক ২। হনর ম্যাজিক ২ফোনের ভিতরে থাকবে হনর এর ফ্ল্যাগশিপ কিরণ ৯৮০ চিপসেট। এর সাথেই থাকবে একটি বেজেল লেস ডিসপ্লে আর ম্যানুয়াল স্লাইডার ক্যামেরা ডিজাইন। উন্মোচনের ঠিক আগে হনর ম্যাজিক ২ এর নতুন ছবি ইন্টারনেটে ফাঁস হয়ে গেল।

সম্প্রতি চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে হনর ম্যাজিক ২ ফোনের ছবি দেখা গিয়েছে। সেখানে চিনের জনপ্রিয় অভিনেত্রী জানিলা ঝাও হনর ম্যাজিক ২ ফোনের ছবি পোস্ট করেছেন। হনর ম্যাজিক ২ তে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা।

হনর ম্যাজিক ২ এর প্রধান আকর্ষণ ফুল ফিউ ডিসপ্লে। এর ফোনের ডিসপ্লের চারপাশে কোন বেজেল থাকবে না। ডিসপ্লের উপরে থাকবে না কোন নচ।

হনর ম্যাজিক ২ ফোনের ভিতরে থাকবে কিরণ ৯৮০ প্রসেসার। সম্প্রতি এই প্রসেসার সহ মেট ২০ সিরিজের তিনটি ফোন উন্মোচন করেছে হুয়াওয়ে। এটি প্রথম মোবাইল কম্পিউটিং এ ৭এনএম চিপসেট। এর সাথেই নতুন এই প্রসেসারে আগের থেকে অনেক কম ব্যাটারি খরচ হবে। ফলে ফোনের ব্যাটারি ব্যাক আপ অনেকটাই বেড়ে যাবে।

পূর্বের খবরস্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেটসহ স্মার্টফোন উন্মোচন করবে শাওমি
পরবর্তি খবরকেন মহাকাশ স্টেশনে ভারতীয় পাঠাতে পারেনি ইসরো?