টেক-নিউজ : তরুণদের আধুনিক জীবনধারা, বৈচিত্র্য ও দৃপ্ত মনোভাবের সাথে সামঞ্চস্য রেখে দেশের সবচেয়ে দ্রুতগতির টেলিকম ওয়েবসাইট চালু করল বন্ধুদের #১ নম্বর নেটওয়ার্ক এয়ারটেল।
ওয়েবসাইটটি ওপেন হতে সময় লাগে মাত্র তিন সেকেন্ড। লোডিংয়ের সময়ের ওপর ভিত্তি করে এটি দেশের সব মোবাইল অপারেটরদের ওয়েবসাইটগুলোর মধ্যে দ্রুততম। ওয়েবসাইটের ইন্টারফেস নির্বিঘ্নে কাজ করায় গ্রাহকরা মোবাইল ডিভাইসেও স্বাচ্ছন্দ্যে সাইটটি ব্যবহার করতে পারবেন।
ওয়েবসাইট থেকে সহজেই বিভিন্ন পণ্য ও অফার সম্পর্কিত তথ্য পাবেন গ্রাহকরা। এছাড়া ওয়েবসাইট থেকে গ্রাহকরা রিচার্জ করা, পণ্য কেনা এবং বিভিন্ন ভ্যালু অ্যাডেড সেবা গ্রহণ করতে পারবেন।
ত্রমবর্ধমান গ্রাহকদের সুবিধার্থে ওয়েবসাইটটি ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই সাজানো হয়েছে। এয়ারটেলের পুরোপুরি নতুন এই ওয়েবসাইটটির অভিজ্ঞতা নিতে bd.airtel.com সাইটটি ভিজিট করতে পারেন।