ওয়ানপ্লাস ৬-টি উন্মোচনের দিন পিছিয়েছে

টেক-নিউজ : পুরো অক্টোবর জুড়েই একের পর এক প্রযুক্তি পণ্য উন্মোচন করে যাচ্ছে প্রযুক্তি কোম্পানিগুলো।

আগামী ৩০ অক্টোবর নিউ ইয়র্কে ওয়ানপ্লাস ৬-টি উন্মোচন হওয়ার কথা ছিল। কিন্তু সেই ইভেন্টের দিন বদলে এবার ২৯ অক্টোবর উন্মোচন হবে ওয়ানপ্লাস ৬-টি।

২৯ অক্টোবর সকাল ১১ টায় শুরু হবে ওয়ানপ্লাস ৬-টি উন্মোচন অনুষ্ঠান।

৩০ অক্টোবর একটি উন্মোচন অনুষ্ঠানের ঘোষণা করেছে অ্যাপল। অ্যাপল উন্মোচন অনুষ্ঠানে ওয়ানপ্লাস ৬-টি উন্মোচন ঢাকা পড়ে যেতে পারে বলেই একদিন এগিয়ে নেওয়া হল ওয়ানপ্লাস ৬-টি উন্মোচন। প্রসঙ্গত নিউ ইয়র্কেই অনুষ্ঠিত হবে অ্যাপল উন্মোচন অনুষ্ঠান ।

গত সেপ্টেম্বরে নতুন ফোনের সঙ্গে পরিচয় করিয়ে দিলেও তারা আইপ্যাড প্রো ও ম্যাকবুকের ব্যাপারে নীরব ছিলো। এখন জানা গেছে, অ্যাপল আগামী ৩০ অক্টোবর নিউইয়র্কে অনুষ্ঠিতব্য আরেকটি ইভেন্টে আইপ্যাড প্রো ও ম্যাকবুক উন্মোচন করবে।

পূর্বের খবরসাবেক উপ-প্রধানমন্ত্রী যোগ দিলেন ফেইসবুকে
পরবর্তি খবরকথা বলুন স্মার্টস্পিকারের সঙ্গে