আসুস আরওজি ফোনের প্রি-অর্ডার শুরু

টেক-নিউজ : তাইওয়ানের প্রতিষ্ঠান আসুস তাদের নতুন হাই অ্যান্ড গেমিং স্মার্টফোনের বাজারে নিয়ে এসেছে। এই ফোনের নাম আসুস আরওজি ফোন বা ‘রিপাবলিক অফ গেমারস’ ফোন।

প্রথমাবস্থায় ফোনটির প্রি-অর্ডার শুরু হয়েছে শুধু যুক্তরাষ্ট্রে। এর পর ধীরে ধীরে বিশ্বের অন্যান্য দেশে এর প্রি-অর্ডার শুরু হবে।দেশটির অ্যামাজনের ওয়েবসাইট এবং মাইক্রোসফটের ওয়েবসাইটে গিয়ে আগ্রহীরা এর প্রি-অর্ডার করতে পারছেন।

ফোনটিতে অ্যান্ড্রয়েড ওরিও ৮.১ অপারেটিং সিস্টেম থাকছে। এই গেমিং ফোনের প্রসেসর রয়েছে ৩ গিগাহার্টজ গতির স্ন্যাপড্রাগন ৮৪৫ সঙ্গে থাকছে ১২৮ বা ৫১২ গিগাবাইট স্টোরেজ আর ৮ গিগাবাইট‌ র‌্যাম।

যেহেতু গেমিং ফোন তাই এই ফোনের এই চাপ নেওয়ার জন্য রয়েছে গেমকুল থ্রিডি ভ্যাপর-চ্যাম্বার কুলিং সিস্টেম। এ ছাড়াও গেমার কেন্দ্রিক ফোনের ডিজাইন, আল্ট্রাসনিক এয়ারট্রিগার টাচ সেন্সর, ডিসপ্লেতে আছে অ্যামোলেড ৬ ইঞ্চি নচযুক্ত ৯০ হার্জ রিফ্রেশরেট প্যানেল যা ১০৮ শতাংশ ডিসিআই-পি৩ কালার সমর্থন করে।

৪ হাজার এমএএইচ ব্যাটারির এই ফোনের পাশে দেওয়া হয়েছে টাইপ সি পোর্ট। যার মাধ্যমে বেশ কিছু অ্যাক্সেসরিজ ব্যবহার করা যাবে।ডেস্কটপ হিসেবে মনিটর কিবোর্ড ও মাউসের সঙ্গে ব্যবহার করার জন্য থাকছে ডক ব্যবহারের সুবিধা।

আসুস আরওজি ফোনের দাম হতে পারে ৮৯৯.৯৯ মার্কিন ডলার। তবে প্রি-অর্ডার করলে ৬০ ডলার দামের একটি ফোনকেস ফ্রি দেবে অ্যামাজন।

এছাড়াও বেশকিছু অফার থাকবে বলে জানিয়েছে আসুস।অল্প সময়ের মধ্যে বিশ্বের অন্যান্য দেশেও ফোনটি বিক্রি শুরু করবে বলেও জানিয়েছে আসুস।

পূর্বের খবরকথা বলুন স্মার্টস্পিকারের সঙ্গে
পরবর্তি খবরবিশ্বের সবচেয়ে দ্রুতগতির ক্যামেরা টি-কাপ