আসছে গেইমিং ফোন রেড ম্যাজিক ২

টেক-নিউজ : রেড ম্যাজিক ২ গেমিং স্মার্টফোন বাজারে আনতে চলেছে জেডটিইর সাব ব্র্যান্ড নুবিয়া।

এই বছরের শুরুতে কোম্পানির প্রথম গেমিং ফোন রেড ম্যাজিক লঞ্চ করেছিল নুবিয়া। সেই ফোনের পরবর্তী ভার্সান রেড ম্যাজিক ২।

ক্রাউডফান্ডিং এর মাধ্যমে টাকা তুলে তৈরী হয়েছিল রেড ম্যাজিক। এবার রেড ম্যাজিক ২ ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশান সামনে নিয়ে এল চিনের কোম্পানিটি। রেড ম্যাজিক ২ তে থাকবে স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট আর ১০ গিগাবাইট র‌্যাম।

চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে রেড ম্যাজিক ২ ফোনের ঝলক প্রকাশ করেছে নুবিয়া। সেখানে জানানো হয়েছে নুবিয়া রেড ম্যাজিক ২ তে থাকবে স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট আর ১০ গিগাবাইট র‌্যাম। রেড ম্যাজিক ফোনে স্ন্যাপড্রাগন ৮৩৫ চিপসেট আর ৮ গিগাবাইট র‌্যাম ব্যবহার করেছিল নুবিয়া ।

এছাড়াও প্রকাশিত ছবি দেখে মনে হচ্ছে রেড ম্যাজিক ২ ফোনে থাকবে স্টেরিও স্পিকার সারাউন্ড সাউন্ড।

রেড ম্যাজিক ২ ফোন কবে লঞ্চ হবে সেই বিষয়ে কোন তথ্য জানায়নি কোম্পানি। আগে এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানা গিয়েছিল ৩১ অক্টোবর লঞ্চ হতে পারে নতুন এই গেমিং ফোন। তবে ৩১ অক্টোবরের ইভেন্টে রেড ম্যাজিক ২ না নুবিয়া এক্স লঞ্চ হবে সেই বিষয়ে বিস্তারে জানা যায়নি।

পূর্বের খবরতৃতীয় প্রান্তিকে অ্যামাজনের আয় ৫৬ বিলিয়ন ডলার
পরবর্তি খবরটেকনোর ডুয়েল ক্যামেরা ও নচ-ডিসপ্লের নতুন স্মার্টফোন