আমরা মুক্তিযোদ্ধার সন্তান উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন পালন

বীর মুক্তিযোদ্ধা সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন এবং ‘শেখ রাসেল দিবস ২০২৩’ উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক,সৈয়দ আশরাফুল ইসলাম নয়নের সভাপতিত্বে অনান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুর করিম বাবু,সাংগঠনিক সম্পাদক ইঞ্জি:মো: শাহ পরান ছিদ্দিকী তারেক, প্রচার সম্পাদক অনি সামদানী চৌধুরী, আমরা মুক্তিযোদ্ধার সন্তান মহানগর দক্ষিণের সভাপতি মনিরুজ্জামান সালাউদ্দিন সরকার,সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম মিলন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মোমিন, প্রচার সম্পাদক পাকেল সাহা, ঢাকা জেলার সভাপতি সানোয়ার রাসেল,সদস্য মো: নাসিম সহ মহানগরের বিভিন্ন থানার নেতৃবৃন্দ।সভায় নেতৃবৃন্দ শহীদ শেখ রাসেল সহ পরিবারের সকল শহীদ সদস্যদের মাগফেরাত কামনায় দোয়া করেন।
+3
পূর্বের খবররোহিঙ্গাদের উপস্থিতি অর্থনীতি, পরিবেশ, নিরাপত্তা মারাত্মক প্রভাব ফেলেছে
পরবর্তি খবরআমরা মুক্তিযোদ্ধার সন্তান’র গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত