আদর্শ কন্টেন্ট লিখতে যা প্রয়োজন

টেক-নিউজ : একটি কন্টেন্ট লেখার জন্য অনেক পদ্ধতি আছে। কিন্তু একটি আদর্শ কন্টেন্ট লেখার জন্য আপনাকে বেশ কিছু ছোটখাটো বিষয় মাথা রাখতে হবে।

কারণ ছোট দিকগুলো আপনার কন্টেন্টটিকে করে তুলবে সমৃদ্ধ। আরও একটি কথা লেখকের রুচির দিকটিও প্রকাশ পায় তার লেখার মাধ্যমে।

তাহলে আদর্শ একটি কন্টেন্ট লেখার জন্য কী করণীয় রয়েছে চলুন পয়েন্টগুলো দেখে নেয়া যাক।

১) একটি আর্কষণীয় শিরোনাম…

পাঠকরা এ বিষয়টির মাধ্যমে কন্টেন্টটি সম্পর্কে পূর্বধারণা করে। তাই অবশ্যই কাজের সাথে মিল রেখে একটা যুৎসই ও আর্কষণীয় শিরোনাম ঠিক করতে হবে।

২) সংক্ষেপে ইন্ট্রোডাকশন…

লেখায় আপনি কি বিষয় নিয়ে আলোচনা করবেন তার একটি প্রাথমিক ধারণা পাঠককে দেয়া।

৩) বেশিরকম ইমেজ যুক্ত করা

আপনি একটি পোস্টে ইমেজ ব্যবহার করে তা আরো সহজ করে তুলতে পারেন। চাইলে বড় ইমেজ এড করতে পারেন।

৪) অবশ্যই যুক্তিগত ঘটনা উল্লেখ করা

এটি আপনার লেখার মান বাড়িয়ে দিবে। কারণ প্রমাণ ছাড়া পাঠক আপনার কথা কেন বিশ্বাস করবেন? তাই লেখায় সূএ বা সোর্স উল্লেখ করা।

৫) ব্যবহার করুন সাব-হেডিং…

এটি আপনার লেখাটি পাঠকের কাছে সহজবোধ্য করে তুলবে। কারণ আপনি যত পাঠককে চোখের আরাম দিবেন। পাঠক তত উৎসাহ পাবেন পড়তে।

৬) উপসংহার যুক্ত করুন

এখানে আপনি সার সংক্ষেপের মাধ্যমে মূলবক্তব্য এটি ফুটিয়ে তুলতে পারবেন। পাঠককে মনে করিয়ে দেয়ার সুযোগ এটি।

৭) সহজ বা বোধগম্য ভাষা ব্যবহার

সর্বদা পাঠককে প্রাধান্য দিয়ে লিখতে হবে। পাঠক বিভিন্ন কিন্তু লেখক অবিভন্ন। তাই পাঠক রাজা এখানে।

৮) ক্যাটাগরিভিওিক লেখা ভাগ করে দেয়া

এটি আপনার লেখার বৈশিষ্ট্য ভিন্নতা বজায় রাখবে। সব লেখা সব পাঠকের জন্য না। তাই ক্যাটাগরি পাঠককে তার প্রয়োজন অনুযায়ী লেখা খুঁজে পেতে সাহায্য করবে।

পূর্বের খবরবিশ্বের সবচেয়ে দ্রুতগতির ক্যামেরা টি-কাপ
পরবর্তি খবরশাওমির এমআই মিক্স ৩ টিজার