আইফোন ১০আর কেনার হিড়িক

টেক-নিউজ : আগে থেকেই ধারণা করা হচ্ছিল, ‘কম দামের’ আইফোন ১০আর চলতি বছরের সবচেয়ে বেশি বিক্রিত ডিভাইস হবে অ্যাপলের।

ধারণাকে অমূলক হতে দেয়নি গ্রাহকরা। ফোনটির প্রি-অর্ডার শুরুর প্রথম দিনেই সেটি টেরও পেয়েছে অ্যাপল।

বিশ্বের ৭১টি দেশে শুক্রবার ফোনটির প্রি-অর্ডার নেওয়া শুরু করে অ্যাপল। প্রথম দিনেই এর স্টক প্রায় শেষ হয়ে যায়।অত্যধিক পরিমাণে প্রি-অর্ডার দেওয়ায় এর সরবরাহ তারিখ পেছানেরাও একটা আভাস পাওয়া যাচ্ছে।

এর আগে মার্কিন প্রতিষ্ঠানটি জানিয়েছিল তারা প্রিঅর্ডার নেবার এক সপ্তাহ পরেই গ্রাহকের হাতে তুলে দিতে শুরু করবে। কিন্তু সেটা আরও দুই সপ্তাহ পেছানোর কথা শোনা যাচ্ছে।প্রথম দিনের প্রি-অর্ডারে ১২৮ জিবি এবং ২৫৬ জিবি সংস্করণের হলুদ ও লাল রঙের আইফোন ১০আরের স্টক শেষ হয়েছে।

বেশ কয়েকটি রঙে পাওয়া যাবে আইফোন ১০আর ছবি :

যুক্তরাজ্যে ৬৪ জিবি সংস্করণের কোরাল এবং লাল রঙের আইফোনটি প্রিঅর্ডার করতে হুমড়ি খেয়ে পড়েছে। জার্মানির গ্রাহকরাও চাইছে হলুদ রঙের ৬৪ জিবি সংস্করণটি।এর আগে অ্যাপল পণ্যের বিশ্লষক হিসেবে পরিচিত কোহ ধারণা থেকে বলেছিলেন, শেষ প্রান্তিকে অ্যাপল ৭৫ থেকে ৮০ মিলিয়ন আইফোন ১০আর বিক্রি করবে। প্রথম দিনের চাহিদার মাত্রা থেকে বোঝা যাচ্ছে কোহর কথা ফলতে যাচ্ছে।আইফোন ১০আরে রয়েছে ৬ দশমিক ১ ইঞ্চি লিকুয়েড রেটিনা এলসিডি ডিসপ্লে। পিছনে ১২ মেগাপিক্সেল ওয়াইড অ‍্যাঙ্গেল লেন্সের ক্যামেরা, এতে পোর্ট্রেট মোডে ছবি তোলার সুবিধা রয়েছে। আইফোন ১০এস-এর মতো এতে ফেইস আইডি সুবিধাও আছে।প্রসেসর রয়েছে এ১২ বায়োনিক চিপের। অপারেটিং সিস্টেম থাকছে আইওএস ১২।তিনটি সংস্করণে পাওয়া যাবে ফোনগুলো। অ্যাপল এগুলোর দামও জানিয়েছে। ৬৪ জিবি সংস্করণ ৭৪৯ মার্কিন ডলার, ১২৮ জিবি ৭৯৯ এবং ২৫৬ জিবি সংস্করণের আইফোন মিলবে ৮৯৯ ডলারে।

পূর্বের খবরনাসা স্পেস অ্যাপস হ্যাকাথন চলছে
পরবর্তি খবরসাবেক উপ-প্রধানমন্ত্রী যোগ দিলেন ফেইসবুকে