অ‍্যান্ড্রয়েড ডিভাইসে গেইম ফোর্টনাইট

টেক-নিউজ : পাবজির সঙ্গে পাল্লা দিয়ে শুটিং গেইমের জনপ্রিয়তা অর্জনের ক্ষেত্রে বেশ পিছিয়ে আছে ফোর্টনাইট। তবে হাত গুটিয়ে বসে নেই গেইমটির নির্মাতা প্রতিষ্ঠান ‘এপিক’। জনপ্রিয়তায় এগিয়ে থাকতে এবার আমন্ত্রণ ছাড়াই অ‍্যান্ড্রয়েড ডিভাইসটিতে গেইমটি ইন্সটল করার সুবিধা যুক্ত করেছে তারা।

এতদিন কম্পিউটারের পাশাপাশি ফোর্টনাইট মোবাইলে খেলতে অন্য খেলোয়াড়ের কাছ থেকে আমন্ত্রণ পাওয়া বাধ্যতামূলক ছিল। ফলে নতুন অনেকেই গেইমটি খেলতে পারছিলেন না।
গেইমারদের কথা চিন্তা করে ‘এপিক’ এই শর্ত তুলে নেয়। ৬৪ বিটে অ‍্যান্ড্রয়েড ৮.০ অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসে গেইমটি চলবে।

এছাড়া, গেইমটি খেলতে ফোনে ৪ গিগাবাইট র‍্যাম, অ‍্যান্ড্রেন ৫৩০ জিপিইউ, মালি জি৭১ এমপি২০, মালি জি৭২ এমপি১২ বা এর চেয়ে উন্নত জিপিইউ থাকতে হবে।অ‍্যান্ড্রয়েড ডিভাইসে গেইমটি খেলা গেলেও প্লে স্টোরে নেই এটি।

প্রতিষ্ঠানটির নিজস্ব ওয়েবসাইট ও স্যামসাং স্টোর থেকে গেইমটি ডাউনলোড করা যাবে। গেইমটির সাইজ ১ দশমিক ৮৮ গিগাবাইট।

পূর্বের খবর‘কল অব ডিউটির’ অনেক চরিত্রই তৈরি তানভীরের
পরবর্তি খবরকলড্রপে অপারেটরগুলোর কাছে ব্যাখ্যা চেয়ে বিটিআরসি