টেক-নিউজ : নতুন স্মার্টফোন আনছে হুয়াওয়ে। ফোনটির মডেল ওয়াই নাইন। দেশের বাজারে ফোনটি অক্টোবর মাসের শেষ সপ্তাহে উন্মোচন করা হবে।
হুয়াওয়ে জানায়, মিডরেঞ্জের ফোনটিতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ কিরিন ৭১০ অক্টাকোর চিপসেট। এতে রয়েছে নচ যুক্ত ৬ দশমিক ৫ ইঞ্চি ফুলভিউ ডিসপ্লে, যার রেজুলেশন ১০৮০*২৩৪০ মেগাপিক্সেল।
ব্যাকআপের জন্য আছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ফোনটির র্যাম ৪ জিবি ও রম ৬৪ জিবি।ডুয়েল সিমের ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড ওরিও ৮.১।
ফোনটির পেছনে রয়েছে ১৩ ও ২ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা। সামনে রয়েছে ১৬ ও ২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
ফোনটির কনফিগারেশন জানালেও দাম নিয়ে এখনো কোনো তথ্য জানায়নি হুয়াওয়ে।