Monday, March 18, 2019
Home > আলোচিত সংবাদ > বন্দুকযুদ্ধে’ নয়ন বাহিনীর প্রধান মনিরসহ ৪ জন নিহত

বন্দুকযুদ্ধে’ নয়ন বাহিনীর প্রধান মনিরসহ ৪ জন নিহত

সুন্দরবনের শরণখোলা রেঞ্জে র‌্যাব ও কোস্টগার্ডের সঙ্গে বনদস্যুদের ‘বন্দুকযুদ্ধে’ নয়ন বাহিনীর প্রধান মনিরসহ ৪ জন নিহত হয়েছেন।

 

বৃহস্পতিবার সকালে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সুকপাড়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১৮টি আগ্নেয়াস্ত্র, ৪৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

 

র‌্যাব-৮ অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে র‌্যাব ও কোস্টগার্ডের একটি দল যৌথ অভিযানে যায়। সকাল সাড়ে ৬টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সুকপাড়া এলাকায় বনদস্যুরা তাদের উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ করে। এ সময় র‌্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। উভয়ের মধ্যে প্রায় ৪০ মিনিট গুলি বিনিময়ের পর বনদস্যুরা পিছু হটে গেলে ঘটনাস্থল থেকে চারটি মৃতদেহ উদ্ধার করা হয়।

 

স্থানীয় জেলেরা তাদের লাশ শনাক্ত করেন। তারা হলেন- বনদস্যু নয়ন বাহিনীর  প্রধান মনির (৩৫), উপপ্রধান এনাম, সদস্য হাসান ও গিয়াস।

 

%d bloggers like this: